ছটপুজোয় ভুলেও এই সাদা জিনিস খাবেন না! চরম বিপদ – এবেলা

এবেলা ডেস্কঃ

এই বছর ছটপূজার পবিত্র তিথিতে উপবাস ও নিষ্ঠার সঙ্গে ব্রত পালনের আগে জেনে নিন জ্যোতিষ শাস্ত্রের কিছু বিশেষ বিধি। এই মহৎ উৎসবে সামান্য ভুলে যেন কোনো বড় বিপদ ডেকে না আনেন, সেই কারণে বেশ কিছু কঠোর নিয়ম মেনে চলা আবশ্যক।

জ্যোতিষ শাস্ত্রের নির্দেশ অনুসারে, ছটপূজার সময় কখনও নুন ব্যবহার করা উচিত নয়। ব্রতপালনকারীরা এই সময়ে নুনযুক্ত কোনো খাবার গ্রহণ থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। মনে করা হয়, এই বিধি ভাঙলে ভক্তের জীবনে চরম বিপদের আশঙ্কা তৈরি হতে পারে।

এছাড়াও, পূজার জন্য রান্নার বিশেষ স্থান ও পাত্রের দিকেও নজর দিতে হবে। এই উৎসবের জন্য রান্না করার স্থানটি হতে হবে নতুন ও মাটির তৈরি। ঐতিহ্য মেনে, রান্নার জন্য মাটির উনুন ব্যবহার করতে হবে এবং জ্বালানি হিসাবে শুধুমাত্র কাঠ ব্যবহার করা উচিত।

পূজার প্রস্তুতিতে পঞ্চগব্যের বিশেষ গুরুত্ব রয়েছে। উনুনে রান্না বসানোর আগে তা পবিত্র করতে পঞ্চগব্য ছিটিয়ে দেওয়া হয়। মনে রাখবেন, এই উৎসবে পুরোনো বা ব্যবহৃত কাপড় পরা কিংবা পুরোনো বাসন-পত্র ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়মগুলি নিষ্ঠার সঙ্গে পালন করলে তবেই ছটমাতা সন্তুষ্ট হন বলে বিশ্বাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *