আসানসোলের দুই ছটঘাট উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
ছটপূজা উপলক্ষে উৎসবে মাতছে শিল্পাঞ্চল। আজ, সোমবার আসানসোলের দুটি বৃহৎ ছটঘাটের ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে শিল্পাঞ্চল জুড়ে উৎসবের আমেজ। তপসিবাবা ও বাবু তলাবের ছটঘাটের উদ্বোধনের আগে শ্রমমন্ত্রী মলয় ঘটক শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন। এদিকে, ছট উপলক্ষে বাজারে ভিড় এবং সামগ্রীর চড়া দাম লক্ষ করা গেছে। নিরাপত্তার জন্য প্রশাসন পদক্ষেপ নিয়েছে।