দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে আবর্জনার পাহাড় দুর্গন্ধ ছড়াচ্ছে কেন, প্রশ্নের মুখে প্রশাসন – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প নিয়ে তীব্র ক্ষোভ। নিয়মিত আবর্জনা পরিষ্কার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। প্রায় সাড়ে আট লক্ষ টাকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প বন্ধ বছরখানেক। স্থানীয়দের অভিযোগ, ব্যাটারিচালিত গাড়ি না আসায় যেখানে-সেখানে জমেছে আবর্জনা। গ্রাম পঞ্চায়েত প্রধানের সাফাই, একটিমাত্র গাড়ি দিয়ে ২০টি সংসদে নিয়মিত কাজ করা সম্ভব নয়।