একসঙ্গে ডাক্তার-মার্শাল আর্ট মাস্টার! আর জি করের অতিরিক্ত সুপারের তাক লাগানো কীর্তি – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
রাজ্য স্বাস্থ্যদপ্তরের চিকিৎসক-আধিকারিক ডাঃ দ্বৈপায়ন বিশ্বাস বিশ্বখ্যাত কোরিয়ান মার্শাল আর্ট তাইকোন্ডোতে দেশের প্রথম ‘ফোর্থ ডান’ চিকিৎসক হিসেবে নজির গড়লেন। কিংবদন্তী ব্রুস লি এবং সিনথিয়া রথরককে গুরু মেনে ১০ বছরের অধ্যাবসায়ে তিনি এই খেতাব অর্জন করেছেন। ৫২ বছর বয়সী এই প্রাক্তন সেনা আধিকারিক এখন তাইকোন্ডোর মাস্টার। তাঁর কথায়, এটি কেবল কৌশল নয়, আত্মবিশ্বাস ও সংযমের এক জীবনদর্শন।