বাঙালি কোচের চমক, বিদেশি-ভরা নর্থইস্টকে রুখে দিল শুধু ভারতীয় খেলোয়াড়দের ইন্টার কাশী – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
সুপার কাপে বড় অঘটন। গোয়ার বাম্বোলিম স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ২-২ ব্যবধানে আটকে দিল অভিজিৎ মণ্ডলের প্রশিক্ষণাধীন ইন্টার কাশী। পুরোপুরি ভারতীয় স্কোয়াড নিয়ে নেমেও বিদেশি ফুটবলারদের নিয়ে গড়া ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্টকে রুখে দিয়ে চমক দিল তারা। হরমনপ্রীত সিংয়ের গোলে শুরুতে এগিয়ে যায় কাশী।