ভারতের অর্থনীতির জন্য এক বিশাল সুখবর! ১০ লক্ষ কর্মসংস্থান! – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারতের অর্থনীতির জন্য এক বিশাল সুখবর! সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিশটেনস্টাইনের মতো অত্যন্ত ধনী ইউরোপীয় দেশগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করল ভারত। এই চুক্তির ফলে দেশগুলিতে ১০ হাজার কোটি ডলারের বিশাল অঙ্কের বিনিয়োগ হবে, যার হাত ধরে ভারতে কমপক্ষে ১০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এই চুক্তিকে ভারতের অর্থনীতির জন্য ‘সমৃদ্ধির নতুন দুয়ার’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, এই চারটি ইউরোপীয় দেশ যারা মাথাপিছু বার্ষিক ১ লক্ষ ডলারের বেশি আয় করে, তাদের সঙ্গে এমন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়া ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। বিনিয়োগের এই প্রবাহ একদিকে যেমন নতুন চাকরির সুযোগ তৈরি করবে, তেমনই দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গতি আনবে বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এই বিপুল কর্মসংস্থান কবে থেকে শুরু হবে এবং কারা এই সুযোগ পাবেন?