মস্কোতে ইউক্রেনের বড় ড্রোন হামলা; রাশিয়া বিমানবন্দর বন্ধ করে দিয়েছে, ২৮টি ড্রোন ভূপাতিত করেছে – এবেলা

এবেলা ডেস্কঃ
মস্কো: ইউক্রেনীয় ড্রোন হামলার জেরে ফের রাতের অন্ধকারে কেঁপে উঠল মস্কো। রবিবার গভীর রাতে (২৬-২৭ অক্টোবর) মস্কোর ওপর বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়। এই হামলার মোকাবিলায় রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। রুশ কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, হামলার কারণে রাজধানীর চারটি বিমানবন্দরের মধ্যে দুটি সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয় তারা।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে বার্তা দিয়ে জানান, রবিবার স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে থেকে শুরু হওয়া (১৯০০ জিএমটি) প্রায় পাঁচ ঘণ্টার মধ্যে রুশ প্রতিরক্ষা ইউনিট ২৮টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে, আল জাজিরার রিপোর্ট অনুসারে, রবিবার ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে দুজন সাধারণ নাগরিককে হাসপাতালে ভর্তি করতে হয় বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ। অন্য দিকে, পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ জানিয়েছেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় মোট ১৬ জন আহত হয়েছেন।
বিমান চলাচল নিরাপত্তা নিশ্চিত করতে ডোমোদেডোভো বিমানবন্দর (একটি প্রধান কেন্দ্র) এবং অপেক্ষাকৃত ছোট জুকোভস্কি বিমানবন্দর স্থানীয় সময় ২২৪০ জিএমটি থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াটসিয়া। সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কিয়েভ অবশ্য জানিয়েছে, তাদের হামলা মস্কোর ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত গুরুত্বপূর্ণ রুশ পরিকাঠামোগুলিকে লক্ষ্য করে চালানো হয়েছিল।
অন্যদিকে, ইউক্রেনের উপর রাশিয়ার ড্রোন হামলা:
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রবিবার রাতে রাশিয়া ইউক্রেনের উপর ১০১টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল, যার মধ্যে ৯০টিকে গুলি করে ভূপাতিত ও নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রী ইহোর ক্লাইমেনকো রবিবার জানান, এই হামলায় সাত শিশু-সহ কমপক্ষে ২৯ জন আহত হয়েছেন। আধিকারিকরা তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, পাঁচটি ড্রোন চারটি ভিন্ন স্থানে আঘাত হেনেছে এবং ড্রোনের ধ্বংসাবশেষ আরও পাঁচটি জায়গায় পড়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো টেলিগ্রামে জানিয়েছেন, শহরে রাশিয়ার “কয়েকটি” ড্রোন সক্রিয় ছিল এবং তিনি বাসিন্দাদের আশ্রয়স্থলে থাকার আহ্বান জানান। তিনি আরও জানান, ড্রোনের টুকরোগুলি উত্তর-পূর্ব ডেসনিয়ানস্কি জেলার একটি নয় তলা আবাসিক ভবনে আঘাত হানে, যার ফলে একাধিক তলার ফ্ল্যাটে আগুন লেগে যায়।
জানা যায়, ড্রোনের ধ্বংসাবশেষ একই জেলার আরও একটি নয় তলা ভবনে আঘাত করেছিল, যেখানে উদ্ধারকারীরা পাঁচজনকে বাঁচিয়েছেন। ক্লিটসকো জানান, “ভবনের কাঠামো সরানোর কাজ চলছে।” এছাড়া, উত্তর কিয়েভের ওবোলোনস্কি জেলার একটি ১৬ তলা আবাসিক ব্লকে ড্রোনের আরও কিছু টুকরো পড়ে একটি ফ্ল্যাটের ক্ষতি হয়েছে।
পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পুতিনের:
এই উত্তেজনার আবহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার ঘোষণা করেছেন, রাশিয়ার নতুন পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘বুরেভেস্টনিক’-এর “চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে।” ক্রেমলিন প্রকাশিত সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক টেলিভিশন বৈঠকে তিনি এই বিবৃতি দেন।
পুতিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যে, এই অস্ত্র রুশ সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় “পরিকাঠামো প্রস্তুত করতে হবে।” তিনি ক্ষেপণাস্ত্রটিকে “একটি অনন্য সৃষ্টি যা বিশ্বের আর কারও কাছে নেই” বলে বর্ণনা করেছেন এবং বুরেভেস্টনিকের “সীমাহীন পাল্লা” থাকার কথাও উল্লেখ করেন।
রাশিয়ার চিফ অফ স্টাফ ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, মঙ্গলবার পরিচালিত সাম্প্রতিকতম পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৫ ঘণ্টা উড়েছে এবং ১৪,০০০ কিলোমিটার (৮,৭০০ মাইল) দূরত্ব অতিক্রম করেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, এই দূরত্বটি অস্ত্রের সর্বোচ্চ সক্ষমতা নয়। পুতিন ২০১৮ সালে প্রথম বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নের কথা প্রকাশ করেছিলেন। সেই সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হুমকিকে কারণ হিসেবে দেখিয়েছিলেন এবং বলেছিলেন, এই অস্ত্র যেকোনো বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করার জন্যই তৈরি করা হয়েছে।