খাঁচা ভেঙে বেরিয়ে এল জীবন! কল্যাণী রোডে উল্টে গেল সংগ্রাম মুখোপাধ্যায়ের গাড়ি, অক্ষত প্রাক্তন গোলকিপার – এবেলা

এবেলা ডেস্কঃ

ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার হলেন বাংলার প্রাক্তন গোলরক্ষক সংগ্রাম মুখোপাধ্যায়। ঘটনাটি ঘটেছে কল্যাণী রোডে। তবে অবিশ্বাস্যভাবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। সৌভাগ্যক্রমে, বড়সড় কোনও আঘাত লাগেনি সংগ্রামের। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কর্তা নবাব ভট্টাচার্য সমাজমাধ্যমে এই খবর ও ছবি পোস্ট করেছেন।

নবাব ভট্টাচার্য তাঁর পোস্টে জানিয়েছেন, কল্যাণী রোডে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে সংগ্রাম মুখোপাধ্যায়ের সঙ্গে ছিলেন কোচ জোসেফ, নীলেশ এবং অভিজিৎবাবুর একমাত্র সন্তান ঋষি। প্রত্যেকেই অক্ষত আছেন এবং বড় কোনও চোট লাগেনি।

ইউনাইটেড কর্তা আরও লেখেন, “সংগ্রাম ভালো আছে। সৌভাগ্যক্রমে আমরাও ঘটনাস্থলের কাছেই ছিলাম। ডিসিপি গণেশ বিশ্বাস সাহেব এবং নৈহাটির বিধায়ক সনৎ দে ঘটনাস্থলে এসে আসাম্ভব সাহায্য করেন।” তিনি আরও বলেন, “আরও একটা টাইব্রেকারে ম্যাচ বের করল সংগ্রাম। দ্বিতীয় জীবন পেল।”

সমাজমাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা যায়, দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটি উল্টে পড়ে আছে এবং সেটি ক্রেনের সাহায্যে তোলার চেষ্টা চলছে। সংগ্রামকে অক্ষত অবস্থায় দেখে নেটিজেনরা স্বস্তি প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “ঈশ্বরের অশেষ কৃপা এবং সকলের চেষ্টায় সত্যি দ্বিতীয় জীবন পেল। সুস্থ ভাবে বাড়ি ফিরুক সবাই।” আরেকজন মন্তব্য করেছেন, “যার নামে সংগ্রাম তাকে কোনও কিছু সহজে হার মানাবে কি করে? সংগ্রামদা’র জন্য একরাশ ভালোবাসা।”

কাঁচরাপাড়ায় জন্ম ও বেড়ে ওঠা এই প্রাক্তন গোলকিপার টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে এসে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং সালগাঁওকরের মতো ক্লাবে খেলেছেন। তিনি ভারতীয় দলেও সুযোগ পেয়েছিলেন। কলকাতা ফুটবল লিগে সাদার্ন সমিতির হয়ে খেলে তিনি গ্লাভসজোড়া তুলে রাখেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *