১৩ বছর ফুটপাথে কাটানো মানসিক ভারসাম্যহীন মহিলার ব্যাগে লাখ টাকারও বেশি, ১৭ কেজি কয়েন! ঘটনা জানলে চমকে উঠবেন – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘ ১৩ বছর ধরে ফুটপাথে দিন কাটানো এক মানসিক ভারসাম্যহীন মহিলার কাছ থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ অর্থ। একটি পুরোনো বাড়ির সামনে ভিক্ষা করে জীবনযাপন করা ওই মহিলার জিনিসপত্র সরাতেই ব্যাগ থেকে বেরিয়ে আসে লক্ষাধিক টাকা ও ১৭ কিলোগ্রাম ওজনের কয়েন! ঘটনাটি প্রকাশ্যে আসার পরই হতবাক এলাকার বাসিন্দারা।

ঠিক কী ঘটেছিল? উত্তরাখণ্ডের মঙ্গলৌর কোতোয়ালি এলাকার পাঠানপুরা মহল্লায় একটি পুরনো বাড়ির বাইরে গত ১৩ বছর ধরে বাস করছিলেন এক অজ্ঞাতপরিচয় মহিলা। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি কারো সঙ্গে কথা বলতে পারতেন না। এলাকার মানুষজনই তাঁকে খাবার দিতেন এবং সাহায্য করতেন। ভিক্ষা করেই চলত তাঁর জীবন।

জানা যায়, সম্প্রতি যে বাড়ির সামনে তিনি থাকতেন, সেখানে নির্মাণ কাজ শুরু হওয়ায় মহিলাটিকে তার জিনিসপত্র সহ সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। আর সেই সময়ই মহিলার ব্যাগ থেকে বেরিয়ে আসে টাকা। এই দৃশ্য দেখে উপস্থিত সকলে চমকে ওঠেন।

পুলিশ সূত্রে খবর, মহিলার ব্যাগে থাকা একটি গাঁটরি খুলে টাকা গোনা হয়। তাতে এক লাখ টাকারও বেশি নগদ পাওয়া যায়। ছোট নোটের পাশাপাশি ছিল প্রায় ১৭ কিলোগ্রাম ওজনের কয়েনও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

মঙ্গলৌর কোতোয়ালি থানার ইন্সপেক্টর অমরজিৎ সিং জানান, মহিলার কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি এবং তিনি কথা বলতেও অক্ষম। তাঁর নিরাপত্তার জন্য শীঘ্রই তাঁকে কোনো নিরাপদ স্থানে পাঠানো হবে, যেখানে তিনি প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা ও পুনর্বাসনের সুযোগ পাবেন। এক ভিখারিনীর কাছে এত বিপুল পরিমাণ অর্থ দেখে এলাকার মানুষের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *