কর্তা স্বামী! অফিসে না গিয়েও স্ত্রীর অ্যাকাউন্টে $37.54 লাখ বেতন – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
দেড় বছর অফিসে অনুপস্থিত থেকেও প্রায় ৩৭.৫৪ লক্ষ টাকা ‘বেতন’ নিয়ে তোলপাড়। রাজস্থানের তথ্যপ্রযুক্তি দফতরের যুগ্ম অধিকর্তা প্রদ্যুম্ন দীক্ষিতের বিরুদ্ধে অভিযোগ, টেন্ডারের বিনিময়ে দুটি সংস্থাকে স্ত্রীকে কর্মী দেখিয়ে টাকা দিতে নির্দেশ দেন। তদন্তে জানা যায়, ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে পুনম দীক্ষিত একদিনও অফিসে যাননি, অথচ বেতন পেয়েছেন।