দিল্লি মেট্রো স্টেশনে কন্ডোমের বিশাল বাক্স! কীভাবে পৌঁছাল নিরোধের প্যাকেটভর্তি কার্টন – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
দিল্লি মেট্রো স্টেশনের এক কোণে উদ্ধার হলো সরকারি ব্র্যান্ডের ‘নিরোধ’ কন্ডোমে ভর্তি একটি বিশাল কার্টন। রেডিটে এই ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় কৌতূহল তুঙ্গে—স্টেশনে কীভাবে এলো শত শত নিরোধের প্যাকেট? যাত্রীদের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা ও ঠাট্টা। জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির পুরোনো স্টক নাকি অন্য কোনো রহস্য, তাই নিয়ে প্রশ্ন উঠছে।