স্যাট-এ নিয়োগ, সক্রিয় নবান্ন – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে (SAT) অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার পদে নিয়োগের জন্য তৎপর হয়েছে নবান্ন। সূত্রের খবর, সম্প্রতি এই ট্রাইবুনালের একমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার সৈয়দ আহমেদ বাবার কর্মজীবনের মেয়াদ শেষ হওয়ায় মামলা নিষ্পত্তির কাজ কার্যত থমকে গিয়েছে।

যেখানে রাজ্য সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি ও নিষ্পত্তি হয়, সেই SAT-এই গুরুত্বপূর্ণ পদ খালি হয়ে যাওয়ায় এই মুহূর্ত থেকে সব আবেদন সরাসরি পাঠানো হচ্ছে কলকাতা হাইকোর্টে।

জানা গিয়েছে, SAT-এ অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বারের দুটি পদ দীর্ঘদিন ধরেই শূন্য ছিল। একমাত্র সদস্যের মেয়াদ শেষ হওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক মহলে বছরে প্রায় এক হাজার মামলার শুনানি ও নিষ্পত্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে খবর, ট্রাইবুনালের দুটি অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার পদে নিয়োগের জন্য ইতিমধ্যে একাধিক আবেদন জমা পড়েছে। প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দিকে নজর দিয়েছে রাজ্য সরকার। সরকারি কর্মীদের চাকরি সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য এই নিয়োগ অত্যন্ত জরুরি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *