দাহ করার পর ভুল ভাঙল ময়নাতদন্তের পর মৃতদেহ অদলবদল চরম বিপত্তি – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
আলিপুরদুয়ারে ময়নাতদন্তের পর দুটি ঝুলন্ত মৃতদেহ অদলবদল হওয়ায় চরম বিপত্তি। কামাখ্যাগুড়িতে রবীন্দ্র দাসের দেহ বলে অন্য ব্যক্তির মরদেহ দাহ করে দেন পরিজনরা। পরে ভুল বুঝতে পেরে শোরগোল। মৃত গণেশ দাসের দেহটিও অদলবদল হয়। বিষয়টি স্পর্শকাতর ও গুরুতর গাফিলতির ঘটনা, তদন্তে নেমেছে পুলিশ।