আদালতের নির্মাণকাজ কেন থমকে? মুখ্যসচিবের কাছে ‘অ্যাকাউন্ট নম্বর’ চাইল হাইকোর্ট, তারপর যা ঘটল! – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা হাইকোর্ট ও বিভিন্ন নিম্ন আদালতের পরিকাঠামোগত উন্নয়ন দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলায় এবার রাজ্যের প্রতি চরম কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এদিন সরাসরি জানিয়ে দেয়, রাজ্যের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) অ্যাকাউন্ট নম্বরই সিজ করার নির্দেশ দেওয়া হবে।

আদালতের উন্নয়নমূলক কাজ কেন থমকে আছে, সেই প্রশ্ন আগেই তুলেছিল এই ডিভিশন বেঞ্চ। এদিন সেই মামলার শুনানিতে হাইকোর্ট রাজ্যের মুখ্যসচিবের কাছে সরাসরি রাজ্যের RBI অ্যাকাউন্ট নম্বর চেয়ে পাঠায়।

আদালত স্পষ্ট ভাষায় মন্তব্য করে, “মুখ্যসচিবকে বলুন অ্যাকাউন্ট নম্বর দিতে। আমরা সিজ করার নির্দেশ দেব।” আদালতের পরিকাঠামো উন্নয়নের কাজে বিলম্বের কারণে রাজ্যের শীর্ষ আদালতের এমন কড়া হুঁশিয়ারি নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। এখন দেখার, আদালতের এই নির্দেশের পর রাজ্য সরকার কী পদক্ষেপ করে এবং আটকে থাকা উন্নয়নমূলক কাজ কবে শুরু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *