স্কুলে মদ্যপানের প্রতিবাদ, যুবককে বেধড়ক মার – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাটান প্রাথমিক বিদ্যালয় চত্বরে মদের আসর বসানোয় প্রতিবাদ করায় স্থানীয় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। শনিবার রাতে এই ঘটনা ঘটে। আক্রান্ত শান্তনু বাগ জানান, প্রায় ১২-১৪ জন মদ্যপ ব্যক্তি তাঁকে এলোপাথাড়ি মারতে থাকে। জীবন বাঁচাতে কোনোমতে তিনি পালিয়ে আসেন। থানায় লিখিত অভিযোগ করার সাহস পাচ্ছেন না তিনি। গ্রাম পঞ্চায়েত সদস্য ঘটনার কথা স্বীকার করেছেন।ঘাটাল স্কুলে মদের আসর, প্রতিবাদ করলেই যুবককে মার
ঘাটালের কাটান প্রাথমিক বিদ্যালয় চত্বরে রাতে মদের আসর বসায় প্রতিবাদ করেছিলেন স্থানীয় এক যুবক। সেই প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে প্রায় দশ-বারো জন মদ্যপ তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। শনিবার রাতে এই ঘটনায় আহত যুবক শান্তনু বাগ প্রাণ বাঁচাতে কোনোমতে পালিয়ে আসেন। আপাতত লিখিত অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন তিনি। তবে, স্কুল কমিটির সদস্য ঘটনাটি স্বীকার করেছেন।