কৃষ্ননগরে একুশের স্মৃতি – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
বাংলা ভাষাকে অপমান! প্রতিবাদে মুখর জগদ্ধাত্রী পুজো মণ্ডপ, থিমে ফিরল ভাষা আন্দোলন। রাজ্যের বাইরে বাংলা হেয় হওয়ার প্রেক্ষাপটে মাতৃভাষার গৌরব ও ঐতিহ্য ফুটিয়ে তুলছে কৃষ্ণনগরের একাধিক বারোয়ারি। গোলাপটি বারোয়ারির থিম ‘মোদের গরব মোদের আশা’, মণ্ডপে ভাষা শহিদদের বেদি, জীবনানন্দ ও রবীন্দ্রনাথের স্মৃতি।