যুদ্ধ শেষ করা যাক.. রাশিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে! পুতিনের সুনির্দিষ্ট পরিকল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ

মস্কো: ২০২২ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন সংঘাত প্রায় সাড়ে তিন বছর ধরে চলছে। এই পরিস্থিতিতে যুদ্ধ দ্রুত শেষ করার লক্ষ্যে রাশিয়া এবার পরমাণু শক্তিচালিত এক ক্ষেপণাস্ত্রকে সামরিক বাহিনীতে যুক্ত করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই এই ঘোষণা করেছেন।

সম্প্রতি ‘বুরোভেস্টনিক’ (Burevestnik) নামের এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে বলে তিনি জানান। এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৪,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এবং প্রায় ১৫ ঘণ্টা ধরে আকাশে ছিল। রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ এই তথ্য পুতিনকে দিয়েছেন। এই দূরত্ব বিশ্বের বহু গুরুত্বপূর্ণ দেশকে স্পর্শ করতে পারে, যার মধ্যে ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার বেশ কিছু দেশ রয়েছে।

রহস্যময় ক্ষেপণাস্ত্র ‘বুরোভেস্টনিক’

৯এম৭৩০ বুরোভেস্টনিক নামের এই ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এবং নিচু দিয়ে উড়তে সক্ষম একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি পরমাণু শক্তি দ্বারা চালিত। রাশিয়ান ভাষায় ‘বুরোভেস্টনিক’ শব্দের অর্থ হলো ‘ঝড়ো পাখি’ (Storm Petrel)। ন্যাটো (NATO) একে এসএস-সি-এক্স-৯ স্কাইফল (SSC-X-9 Skyfall) নামে চিহ্নিত করেছে।

এর পারমাণবিক প্রপালশন ব্যবস্থা একে সাধারণ জেট ইঞ্জিনচালিত ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি দূরত্ব এবং দীর্ঘ সময় ধরে উড়তে সাহায্য করে। এর কার্যত অসীম পাল্লা থাকার কথা বলা হয়, যা কোনো জ্বালানির সীমাবদ্ধতা ছাড়াই দীর্ঘ সময় ধরে আকাশে ‘ঘুরতে’ পারে এবং তারপর লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।

আমেরিকার প্রতিরক্ষা সংস্থা নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি দিনের পর দিন আকাশে থাকতে পারে। এটি পরমাণু ওয়ারহেড বহন করে, নিচু উচ্চতায় বিশ্বজুড়ে উড়তে পারে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে এড়িয়ে চলতে পারে এবং ভূখণ্ড পার হয়ে অপ্রত্যাশিত জায়গা থেকে পরমাণু হামলা চালাতে পারে।

রুশ কর্মকর্তারা দাবি করেছেন, বুরোভেস্টনিক প্রায় ২০,০০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং রাশিয়ার যেকোনো অঞ্চল থেকে এটি আমেরিকায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। উল্লেখ্য, এটি মাটি থেকে মাত্র ৫০ থেকে ১০০ মিটার উচ্চতায় উড়তে পারে বলে এয়ার ডিফেন্স রাডারগুলোর পক্ষে একে শনাক্ত করা কঠিন।

পুতিন সামরিক প্রধানদের নির্দেশ দিয়েছেন, এই ক্ষেপণাস্ত্রকে খুব দ্রুত সামরিক বহরে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা শুরু হোক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *