ছটপুজোয় ভুলেও নুন খাবেন না! চরম বিপদ এড়াতে জানুন জরুরি নিয়ম – এবেলা

এবেলা ডেস্কঃ
এই বছর ছটপূজার পবিত্র উপবাস ও ব্রত পালনের আগে জ্যোতিষশাস্ত্রের কিছু কঠোর নিয়ম জেনে নিন। এই মহৎ উৎসবে সামান্য ভুল যেন কোনো বড় বিপদ ডেকে না আনে, তাই বিশেষ বিধিগুলি নিষ্ঠাভরে মেনে চলা আবশ্যক।
জ্যোতিষ শাস্ত্রের নির্দেশ অনুযায়ী, ছটপূজার সময় ব্রত পালনকারীকে সম্পূর্ণভাবে নুনযুক্ত খাবার বর্জন করতে হবে। মনে করা হয়, এই গুরুত্বপূর্ণ নিয়ম ভাঙলে ভক্তের জীবনে চরম বিপদের আশঙ্কা তৈরি হতে পারে।
এছাড়াও, পূজার জন্য রান্নার বিশেষ স্থান ও পাত্রের দিকেও নজর দিতে হবে। ঐতিহ্য মেনে এই উৎসবের রান্না মাটির তৈরি নতুন স্থানে করতে হবে। রান্নার জন্য মাটির উনুন এবং জ্বালানি হিসাবে শুধু কাঠ ব্যবহার করার বিধি রয়েছে।
পূজার প্রস্তুতিতে পঞ্চগব্যের বিশেষ গুরুত্ব আছে। উনুনে রান্না বসানোর আগে তা পবিত্র করতে পঞ্চগব্য ছিটিয়ে দেওয়া হয়। মনে রাখা জরুরি, এই উৎসবে পুরোনো বা ব্যবহৃত কাপড় পরা কিংবা পুরোনো বাসনপত্র ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়মগুলি যথাযথভাবে পালন করলেই ছটমাতা সন্তুষ্ট হন বলে বিশ্বাস।