AI মন্ত্রী ‘ডিয়েলা’র গর্ভে ৮৩ সন্তান! আলবেনিয়ার প্রধানমন্ত্রীর ঘোষণায় তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘোষণা করেছেন—দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মন্ত্রী ‘ডিয়েলা’ গর্ভবতী। তিনি কেবল একটি নয়, একসঙ্গে ৮৩টি ‘সন্তানের’ জন্ম দেবেন বলে জানিয়েছেন। এই ৮৩ জন এআই সহকারী মূলত দেশের সংসদ সদস্যদের সহায়তা করবে এবং সরকারি কাজকর্ম পরিচালনায় অংশ নেবে।

জার্মানির বার্লিনে গ্লোবাল ডায়ালগ (BGD) সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে রামা বলেন, “আজ আমরা ডিয়েলাকে নিয়ে একটি বড় ঝুঁকি নিয়েছি এবং আমরা সফল হয়েছি। তাই প্রথমবারের মতো, ডিয়েলা গর্ভবতী এবং তার ৮৩টি সন্তান হবে।”

তবে এই ‘গর্ভধারণ’ আক্ষরিক অর্থে নয়, বরং প্রতীকী। আসলে, ‘ডিয়েলা’ একজন মানুষ নন, বরং এটি একটি এআই সিস্টেম বা ভার্চুয়াল সহকারী। প্রধানমন্ত্রী রামা রূপকভাবে বোঝাতে চেয়েছেন যে ডিয়েলার ৮৩টি এআই সহকারী সংসদীয় কাজকর্মে যুক্ত হবে। এই ‘শিশুরা’ প্রকৃত মানুষ নয়, বরং এআই প্রোগ্রাম, যা সংসদ সদস্যদের সহকারী এজেন্ট হিসেবে কাজ করবে। সরকারে এআই সিস্টেমের সম্প্রসারণ বোঝাতেই রামা এই সৃজনশীল প্রতীকী বক্তব্য ব্যবহার করেছেন।

রামা ব্যাখ্যা করেন, এই এআই সহকারীরা সমস্ত সংসদীয় কাজ নথিভুক্ত করবে এবং যে সাংসদরা কোনো বৈঠকে যোগ দিতে পারবেন না, তাদের সর্বশেষ তথ্য জানাবে। তিনি জানান, প্রতিটি এআই শিশু সংসদীয় অধিবেশনে যোগদানকারী এমপিদের সহকারী হিসেবে কাজ করে প্রতিটি ঘটনার রেকর্ড রাখবে এবং পরামর্শও দেবে।

স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত সরকারি ক্রয় প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে আলবেনিয়া গত সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে এআই মন্ত্রী নিয়োগ করে। যদিও এর আগে জানুয়ারি মাসেই ই-আলবেনিয়া পোর্টালে ভার্চুয়াল সহকারী হিসেবে ‘ডিয়েলা’র চালু করা হয়। এটি মূলত নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সরকারি নথিপত্র পেতে সহায়তা করে। টেন্ডার সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত ডিয়েলাই গ্রহণ করে।

রামা আশা প্রকাশ করেন যে ২০২৬ সালের শেষ নাগাদ এআই-ভিত্তিক এই সিস্টেমটি সম্পূর্ণরূপে কার্যকর হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *