বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতার কীর্তি মঞ্চে, মহিলা শিল্পীর সঙ্গে চরম অভব্যতা – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
মহিষাদলের একটি ক্লাব অনুষ্ঠানে এক মহিলা শিল্পীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল তৃণমূলের যুব সভাপতি সুরেন্দু মান্নার বিরুদ্ধে। তিনি স্থানীয় বিধায়ক ঘনিষ্ঠ ও ক্লাবের সম্পাদক। ভাইরাল ভিডিওতে শিল্পী লীনা দাসকে মঞ্চে চিৎকার করে প্রশাসনের সাহায্য চাইতে দেখা যায়। ঘটনার পর ক্লাব সম্পাদক এলাকা ছেড়ে গা ঢাকা দেন। এতে দলের অন্দরে অস্বস্তি বেড়েছে। যদিও পরে নেতা ভুল বোঝাবুঝির কথা বলে ক্ষমা চেয়েছেন।