বিভীষিকা ক্রান্তিতে, হাতুড়ে ডাক্তারের ভুল ইঞ্জেকশন শিশু মৃত্যুর অভিযোগে গ্রেফতার – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
জলপাইগুড়ি ক্রান্তি ব্লকের বাসুসুবা এলাকায় হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় এক ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। জ্বর নিয়ে যাওয়া দিশান রায়কে ওই ডাক্তার ইঞ্জেকশন দিলে পরদিন রক্তবমি শুরু হয়। পরে হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কোয়াক ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।