জঞ্জাল সংগ্রহের বাঁশি বিদায় – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
এবার বাঁশির বদলে গান শুনিয়ে বাড়ি বাড়ি জঞ্জাল সংগ্রহ করবে কলকাতা পুরসভা। সচেতনতামূলক বার্তা সহ বিশেষ ‘জিংগল’ বা গান বাজবে ব্যাটারিচালিত গাড়িগুলিতে। দিঘা ও বারুইপুরের ধাঁচে এই অভিনব উদ্যোগে নাগরিকরা সাত সকালে সুরেলা অনুভূতি পাবেন, পাশাপাশি শহরের পরিচ্ছন্নতা নিয়ে প্রচারও হবে। প্রাথমিকভাবে কয়েকটি ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে শুরু হবে এই পরিষেবা।