কলকাতার হোটেলে কাজে ফেরা সাবিত্রীকে নিয়ে কেন এত আনন্দ – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
পুরুলিয়ার মূক ও বধির সাবিত্রী কুমার কলকাতার এক নামী হোটেলে প্রশিক্ষণ নিচ্ছিলেন। পুজোর ছুটিতে বাড়ি গেলে তাঁর বাবা তাঁকে বিয়ে দেওয়ার জন্য ঘরে আটকে রাখেন। সাবিত্রী প্রতিবাদ করলে মোবাইল কেড়ে নেওয়া হয়। অবশেষে আশা ভবন সেন্টারের চেষ্টায় এবং প্রশাসনের হস্তক্ষেপে তাঁর বাবা মেয়েকে উলুবেড়িয়ায় পৌঁছে দেন। কর্মস্থলে ফিরতে পারায় সাবিত্রী অত্যন্ত খুশি, উলুবেড়িয়ায় উৎসবের পরিবেশ।