চুরি রহস্যের কিনারা – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
হাওড়া বাস স্ট্যান্ডে যাত্রীদের অসতর্কতার সুযোগে ব্যাগ লুঠ করত যে চক্র, তার দুই মূল পান্ডাকে হুগলির রিষড়া থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম শ্যামসুন্দর শূর ও মনোহর সাউ। তাদের কাছ থেকে ছয়টি ব্যাগ ও তিনটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদে চুরি যাওয়া জিনিসপত্র চোরাবাজারে বিক্রির তথ্য উঠে এসেছে।