চীনের সাথে ফের জুড়ল কলকাতা, উড়ল ইন্ডিগোর সরাসরি বিমান – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
কলকাতা ও চীনের গুয়াংঝৌয়ের মধ্যে আবার সরাসরি বিমান পরিষেবা শুরু করল ইন্ডিগো। রবিবার ১৭৬ জন যাত্রী নিয়ে গুয়াংঝৌয়ের উদ্দেশে যাত্রা করে বিমানটি। এর ফলে পর্যটন ও ব্যবসায়িক ক্ষেত্রে দু’টি শহরের মধ্যে যোগাযোগ আরও সুগম হবে। কলকাতা বিমানবন্দর এখন উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হল।