দাদাগিরি! ১৪১ বলে ২০০ করে পৃথ্বী শ’র হুঙ্কার, অল্পের জন্য বাঁচল শাস্ত্রীর ৪ দশকের রেকর্ড – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
দল বদল হতেই স্বমূর্তিতে পৃথ্বী শ। চণ্ডীগড়ের বিরুদ্ধে মাত্র ১৪১ বলে দ্বিশতরান করে রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরির নজির গড়লেন এই ওপেনিং ব্যাটার। ১৫৬ বলে ২২২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। অল্পের জন্য রবি শাস্ত্রীর দ্রুততম দ্বিশতরানের রেকর্ড ভাঙতে পারলেন না পৃথ্বী। ভারতীয় দলে ফেরার পথে বড় পদক্ষেপ ডানহাতি তারকার।