গেমের নেশা! ঋণের চাপে শেষ পরিবার, যুবকের মৃত্যুতে রহস্য? – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
অনলাইন গেমিং-এর নেশা কেড়ে নিল মহারাষ্ট্রের বারশির যুবক সমাধান তুকারাম নানভারের (৩২) প্রাণ। বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘চক্রি’ নামের একটি অনলাইন গেমে বিপুল অর্থ খুইয়ে বন্ধু, আত্মীয় ও বেসরকারি সংস্থা থেকে তিনি টাকা ধার নিয়েছিলেন। তার মৃত্যুতে একমাত্র উপার্জনকারী পরিবারটি এখন দিশেহারা। এই ঘটনায় রাজ্যে অনলাইন গেম নিষিদ্ধ করার দাবি উঠেছে।