পাশের ঘর থেকে ভেসে আসছিল অদ্ভুত আওয়াজ, উঁকি দিতেই চোখ কপালে! পরিবারের সঙ্গে ঠিক কী ঘটল? – এবেলা

এবেলা ডেস্কঃ
কানাডার (Canada) আলবার্টার (Alberta) ফোর্ট ম্যাকমারি (Fort McMurray)-তে সম্প্রতি এক চমকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। বাড়িতে নিশ্চিন্তে থাকা এক পরিবারের ঘরে আচমকা ঢুকে পড়েছিল এক বিশালাকার ভালুক! স্বাভাবিক দিনের মতোই রেড্ডি পরিবার (Reddy Family) নিজেদের ঘরে আরাম করছিল, যখন পাশের হলরুম থেকে ভেসে আসতে শুরু করে কিছু অদ্ভুত শব্দ। প্রথমে বিষয়টি নিয়ে সকলের মনে কৌতূহল জাগে—পাশের ঘরে এমন কী ঘটছে?
কেউ কিছু বুঝে ওঠার আগেই পরিবারের ছোট সদস্যটি প্রথম প্রশ্নের জন্ম দেয়। সে বাবা-মায়ের কাছে জানতে চায়, “আপনারা কী করছেন? সারা বাড়িতে এমন আঁচড়ানোর শব্দ আসছে কেন?” এর পরপরই পরিবারের বড় ছেলে এসে জানায়, তাদের হলরুমে একটা বিরাট ভালুক ঢুকে পড়েছে।
পরিবার যখন হলরুমে পৌঁছায়, তখন তাদের সামনে ছিল এক অবিশ্বাস্য দৃশ্য। সেখানে ঘুরে বেড়াচ্ছে প্রায় ৬০০ পাউন্ড ওজনের এক মোটাসোটা ভালুক। সেই ভালুকটিই ঘরের দেওয়ালে আঁচড় কাটছিল, যার শব্দে পরিবারটি বিস্মিত হয়েছিল। নিজেদের ঘরের মধ্যে এমন দানবীয় ভালুককে দেখে রেড্ডি পরিবারের সদস্যদের প্রায় হুঁশ উড়ে যায়। তারা কিছুতেই বুঝতে পারছিলেন না, এত বড় একটি প্রাণী কীভাবে তাদের ঘরে প্রবেশ করল।
জানা গেছে, ভালুকটি হলরুমের সব জিনিসপত্র এলোমেলো করে দেয়। কখনও সে জোরে নাক ডাকছিল, আবার কখনও হলের মধ্যে হাঁটছিল। CBC Edmonton’s Radio Active-কে দেওয়া সাক্ষাৎকারে পরিবারটি জানায়, এই বিশাল ভালুককে ঘর থেকে বের করাই তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল।
দীর্ঘ চেষ্টার পর প্রতিবেশীদের সাহায্যে তারা হলরুমের চারপাশে ব্যারিকেড তৈরি করে একটি দরজা খোলা রাখে। প্রায় আধ ঘণ্টা চেষ্টার পর ভালুকটি সেই খোলা দরজা দিয়েই অবশেষে বেরিয়ে যায়। পরে জানা যায়, বাড়ির জানালা ভেঙে ভালুকটি ভেতরে প্রবেশ করেছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকায় ভালুকের ঘোরাফেরা করা খুবই স্বাভাবিক। এই ঘটনার পর আলবার্টা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফের পক্ষ থেকে একটি ট্র্যাপ (ফাঁদ) বসানো হয়েছে, যাতে ভালুকটি আর কখনও এভাবে লোকালয়ে না আসে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।