নতুন কোচ জাভির মাস্টারস্ট্রোক – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
এল ক্লাসিকো জয়ী জাবি আলনসোর ঠান্ডা মাথার কৌশল, বার্সাকে ২-১ গোলে হারিয়ে রিয়ালের জয়। কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহামের গোলে পরিকল্পনামাফিক কিস্তিমাত; তরুণ আলভারো কারেরাস ও ক্যামাভিঙ্গার পারফরম্যান্স ছিল নজরকাড়া। অপ্রতিরোধ্য আলনসোর হাতেই এখন রিয়াল মাদ্রিদের রাশ।