পরিবার ও সমৃদ্ধি চান? জগদ্ধাত্রী পুজোর নবমীতে এই ৮ কাজ না করলেই ভুল – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
জগদ্ধাত্রী পুজোর নবমী তিথি অত্যন্ত শুভ। শাস্ত্রজ্ঞদের মতে, সংসারের শ্রীবৃদ্ধি কামনায় এদিন ভোরে স্নান করে শুদ্ধ হলুদ বা লাল বস্ত্র পরিধান করা উচিত। উপোস করে বা নিরামিষ খেয়ে দেবীর আরাধনা করুন। দেবীকে লাল বা হলুদ শাড়ি অর্পণ, আমলকি গাছ প্রদক্ষিণ এবং কন্যাসন্তান বা দরিদ্রকে দান করা মনোস্কামনা পূরণে সহায়ক।