শিশুশ্রমের বলি! কারখানায় মেশিনে গলা কেটে ১৪ বছরের কিশোরের মর্মান্তিক মৃত্যু – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
হাওড়ার সাঁকরাইলে ছাঁট লোহার কারখানায় কাজ করার সময় মেশিনে গলা কেটে মর্মান্তিকভাবে মৃত্যু হল ১৪ বছরের এক শিশুশ্রমিকের। গতকালের এই চাঞ্চল্যকর ঘটনায় কারখানার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুশ্রম বিরোধী আইন এবং অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে। আর্থিক অনটনের কারণেই কিশোরটি কাজ করত বলে খবর।