বিমান মাঝআকাশে, তারপর কাঁপতে শুরু! দুবাইগামী ফ্লাইটে চূড়ান্ত আতঙ্ক, তারপর কী ঘটল – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
ফের মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চেন্নাইতে জরুরি অবতরণ করল দুবাইগামী স্পাইসজেটের একটি বিমান। মাদুরাই থেকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই বিমানটিতে গোলযোগ দেখা যায়। ১৬০ জন যাত্রী ও ৭ জন ক্রু-সহ সকলে সুরক্ষিত আছেন। তবে বিমানটির সমস্যা ঠিক কী, সে বিষয়ে এখনও সংস্থার তরফে বিবৃতি দেওয়া হয়নি। যাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।