বড় খবর! স্ত্রীর নামে পোস্ট অফিসে ১ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট? ২৪ মাস পর কত টাকা ফেরত পাবেন জানলে চমকে উঠবেন! – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশের সমস্ত ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা এফডি-তে যখন সুদের হার কমছে, তখন বিনিয়োগকারীদের জন্য পোস্ট অফিস (Post Office) নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) এই বছর রেপো রেট ১.০০% কমানোর ফলে ব্যাঙ্কগুলি তাদের এফডি-র সুদের হারও কমিয়ে দিয়েছে। কিন্তু গ্রাহকদের জন্য সুখবর, পোস্ট অফিসের টাইম ডিপোজিট (TD) বা ফিক্সড ডিপোজিট স্কিমে এই পরিবর্তনের কোনও প্রভাব পড়েনি। উল্টে এখনও বাম্পার সুদ মিলছে এই সরকারি প্রকল্পে।
এই কারণেই এখন অনেক বিনিয়োগকারী ব্যাঙ্ক থেকে মুখ ফিরিয়ে পোস্ট অফিসের দিকে ঝুঁকছেন। বিশেষজ্ঞদের মতে, পোস্ট অফিসের স্কিমগুলোতে টাকা যেমন সুরক্ষিত, তেমনই আবার রিটার্নও মিলছে বেশি। ফলে ঝুঁকির কোনও প্রশ্নই নেই।
পোস্ট অফিস বর্তমানে ১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছরের জন্য টাইম ডিপোজিট করার সুযোগ দিচ্ছে। সুদের হারগুলো এক নজরে দেখে নিন:
- ১ বছরের জন্য সুদ: ৬.৯%
- ২ বছরের জন্য সুদ: ৭.০%
- ৩ বছরের জন্য সুদ: ৭.১%
- ৫ বছরের জন্য সুদ: ৭.৫%
এই স্কিমে ন্যূনতম ১,০০০ টাকা জমা করা যায়, তবে সর্বোচ্চ জমার কোনো সীমা নেই।
১ লক্ষ টাকা ২ বছরে কত হবে?
যদি কোনও গ্রাহক তাঁর স্ত্রীর নামে পোস্ট অফিসের ২ বছরের এফডি-তে ১,০০,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে ২৪ মাস পর ম্যাচিওরিটির সময় মোট ১,১৪,৮৮৮ টাকা ফেরত পাবেন। অর্থাৎ, মূলধন ১,০০,০০০ টাকা ছাড়াও সুদের বাবদ অতিরিক্ত ১৪,৮৮৮ টাকা পাবেন।
যদিও বর্তমানে ব্যাঙ্কের এফডি-র হার কমতে থাকায় গ্রাহকদের মুনাফা কমেছে, পোস্ট অফিস এখনও তার সুদের হার অপরিবর্তিত রেখেছে। এখন প্রশ্ন, আগামী দিনে কি পোস্ট অফিসও সুদের হার কমিয়ে দেবে, নাকি গ্রাহকদের জন্য এই সুবিধা বহাল থাকবে? এই প্রশ্নের দিকেই সকলের নজর।