কসবার ফ্ল্যাট দখল ও মারধর মামলায় এবার জেলে রাকেশ সিং ও তাঁর ছেলে – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
সম্পত্তি দখল এবং মারধরের অভিযোগে ফের গ্রেপ্তার হলেন বিজেপি নেতা রাকেশ সিং। আজ সন্ধ্যায় কসবা থানার পুলিশ তাঁকে সপুত্র গ্রেপ্তার করে। অভিযোগ, কসবার একটি ফ্ল্যাট জোর করে দখল করা হয় এবং মালিককে মারধর করা হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও একাধিক মামলায় নাম জড়িয়েছিল এই বিজেপি নেতার।