মিরিক-শিলিগুড়ি যোগাযোগ ফিরল, খুলে গেল বালাসন নদীর ওপরের বিকল্প সেতু! – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরবঙ্গে ভূমিধসের কয়েক সপ্তাহ পর স্বস্তি। দার্জিলিং জেলার দুধিয়ায় বালাসন নদীর ওপর তৈরি বিকল্প হাম পাইপ সেতুটি যান চলাচলের জন্য আবার খুলে দেওয়া হয়েছে। এর ফলে মিরিক-শিলিগুড়ি রুটে গুরুত্বপূর্ণ সংযোগ ফিরল। আপাতত ১০ টন পর্যন্ত ওজনের যান চলাচল করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত এই সেতু তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *