২০ দিনে মাথায় গজাবে নতুন চুল! টাক সমস্যার সমাধানে বিজ্ঞানীরা আনলেন ‘বিস্ময়কর তেল’ – এবেলা

এবেলা ডেস্কঃ

টাক সমস্যা বা চুল পাতলা হয়ে যাওয়ার দুশ্চিন্তায় ভোগা মানুষদের জন্য নিয়ে আসা হয়েছে এক বিরাট সুখবর। মাত্র ২০ দিনের মধ্যে চুল গজায় এমন এক আশ্চর্য সিরাম উদ্ভাবনের দাবি করলেন তাইওয়ানের ন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। এই আবিষ্কার চুল ঝরে যাওয়ার সমস্যায় ভুগতে থাকা কোটি কোটি মানুষের জন্য আশার আলো দেখাচ্ছে।

ঠিক কী লুকিয়ে আছে এই নতুন আবিষ্কারের নেপথ্যে, সেই কৌতূহল কিন্তু এখন তুঙ্গে। গবেষকরা জানিয়েছেন, এই বিশেষ সিরামটি আসলে একটি প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড (চর্বি অ্যাসিড) ভিত্তিক তেল। এটি ত্বকে প্রয়োগ করলে ত্বকের নিচে থাকা ফ্যাট কোষগুলিকে উদ্দীপিত করে। এই উদ্দীপনার ফলেই কোষগুলি ওলিক অ্যাসিড এবং পামিটোইলিক অ্যাসিডের মতো কিছু বিশেষ ফ্যাটি অ্যাসিড নিঃসরণ করে, যা চুলের ফলিকলের মূল কোষগুলিকে সরাসরি সক্রিয় করে তোলে। আর এর ফল? নতুন চুল গজানো শুরু

গবেষকদের দাবি, এই সিরাম কোনো ধরনের চামড়ার জ্বালা বা বিরক্তি সৃষ্টি না করেই অবিশ্বাস্য ফল দিচ্ছে। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এই সিরামটি ইঁদুরের উপর সফলভাবে প্রয়োগ করা সম্ভব হয়েছে এবং এটি হাইপারট্রাইকোসিস (ত্বকের সামান্য আঘাতও যেখানে চুল বৃদ্ধিতে সাহায্য করে) নামক প্রক্রিয়ার উপর নির্ভর করে চুল বৃদ্ধিকে পুনরায় উৎসাহিত করেছে।

ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির গবেষক অধ্যাপক সাং-জান লিন জানিয়েছেন, তাঁদের গবেষক দল এই সিরামটি প্রথমে নিজেদের পায়ে পরীক্ষা করে দেখেছেন এবং তিন সপ্তাহের মধ্যে চুল গজানোর ফল পেয়েছেন। বিজ্ঞানীরা আশা করছেন, মানুষের ত্বকেও এটি একইরকমভাবে কার্যকর হবে। বর্তমানে এই সিরামের পেটেন্ট পাওয়া গেছে এবং বিজ্ঞানীরা এখন মানুষের উপর এর বিভিন্ন ডোজ পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছেন। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এই সিরাম বাজারে আসতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, চুল পড়ার সমস্যার স্থায়ী সমাধানের পথে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *