আদালতে পর্দাফাঁস, গণধর্ষণে যুক্ত ৬ অভিযুক্তই! আইকিউ সিটি কাণ্ডের টিআই প্যারেড রিপোর্টে চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপুরের আইকিউ সিটি গণধর্ষণ কাণ্ডে টিআই প্যারেড রিপোর্ট খোলার পরই চাঞ্চল্যকর মোড়। নির্যাতিতার আইনজীবীর বিস্ফোরক দাবি, ছয় অভিযুক্তই এই জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত। তাঁদের মধ্যে ফিরদৌস শেখ মূল ধর্ষক বলে শনাক্ত হয়েছেন। বিচারক দ্রুত মামলার নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছেন। এখন সবার নজর আগামী শুনানির দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *