CBSE-র সিলেবাসে বিরাট বদল! মুখস্থ করে পাশ নয়, এবার কোন ক্লাস থেকে পরীক্ষা হবে অন্য নিয়মে? – এবেলা

এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE) শিক্ষা এবং পরীক্ষা পদ্ধতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। নতুন জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০-এর আওতায়, এবার থেকে শুধুমাত্র মুখস্থ করে পরীক্ষায় পাশ করা যাবে না। শিক্ষার্থীদের শেখার পদ্ধতিকে আমূল পরিবর্তন করতে চলেছে সিবিএসই।
খুব তাড়াতাড়িই একটি নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু করতে চলেছে বোর্ড। এর মূল উদ্দেশ্য হল, শিক্ষার্থীরা যেন শুধু মুখস্থ না করে, বরং যেকোনো বিষয় সম্পর্কে সঠিক ধারণা লাভ করে এবং সেই জ্ঞানকে বাস্তব জীবনে তারা কীভাবে প্রয়োগ করতে পারবে, তা শিখতে পারে।
কী এই নতুন প্ল্যাটফর্ম?
সিবিএসই-এর এই নতুন প্ল্যাটফর্মটির নাম হল স্ট্রাকচার্ড অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যানালাইসিস (SAFAL)। এই প্ল্যাটফর্মটি প্রাথমিকভাবে তৃতীয়, চতুর্থ এবং অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীর জন্য বিশেষ মূল্যায়ন ব্যবস্থা চালু করবে। সাফলের মূল লক্ষ্য হল শিশুদের প্রাথমিক জ্ঞান এবং সমালোচনামূলক চিন্তাভাবনার (Critical Thinking) দক্ষতা মূল্যায়ন করা। পড়াশোনার কোন ক্ষেত্রগুলিতে শিশুদের আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন, এই প্ল্যাটফর্ম সেই দুর্বলতাগুলি চিহ্নিত করতে স্কুলগুলিকে সাহায্য করবে।
জাতীয় শিক্ষা নীতি ২০২০ স্পষ্টভাবে জানিয়েছে যে, এই পরীক্ষার ব্যবস্থা শুধুমাত্র শিশুদের মুখস্থ করার ক্ষমতা পরীক্ষা করবে না, বরং তারা যাতে বিষয়টি বুঝে পড়াশোনা করে, সেই অগ্রগতিতে সহায়তা করবে। ইতিমধ্যেই সিবিএসই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য একটি দক্ষতা-ভিত্তিক মূল্যায়ন কাঠামো চালু করেছে, যা বিজ্ঞান, গণিত এবং ইংরেজির মতো মূল বিষয়গুলিতে জোর দেয়।
ভবিষ্যত পরিকল্পনা কী?
এই নতুন কাঠামো মূলত শিশুদের মূল ধারণা, জ্ঞানের সঠিক ব্যবহার এবং তীক্ষ্ণ চিন্তাভাবনা পরীক্ষা করবে। এর ফলে প্রতিটি বিষয়ে শিক্ষার্থীদের দুর্বলতা থাকলে, স্কুল কর্তৃপক্ষ সেটি স্পষ্টভাবে জানতে পারবে। ভবিষ্যতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর মতো সফটওয়্যার ব্যবহার করে শিশুদের অগ্রগতির উপর নজর রাখা হবে এবং প্রয়োজনে তাদের সঠিক ক্যারিয়ারের পথ বেছে নিতে সাহায্য করা হবে। এই পদক্ষেপের ফলে পরীক্ষার চাপ কমে শেখার আগ্রহ বাড়বে বলেই মনে করা হচ্ছে।