ঘূর্ণিঝড় মোন্থা ধেয়ে আসছে, মঙ্গলবারে আছড়ে পড়ার প্রবল শঙ্কা – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
ঘূর্ণিঝড় মোন্থা দ্রুত গতি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকালে ‘প্রবল’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে রাতেই অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানবে। ওই দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায় দুর্যোগ, হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি হয়েছে। এর মধ্যে দুই উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে।