৫ বছরে ৫ লক্ষ টাকা বিনিয়োগ: জেনে নিন কোনটি বেশি রিটার্ন দেবে, ডাকঘর না সরকারি ব্যাংক! – এবেলা

এবেলা ডেস্কঃ

আপনি কি আপনার সঞ্চয়কে নিরাপদ রেখেও ভালো লাভ করতে চাইছেন? তাহলে ফিক্সড ডিপোজিট (FD) বরাবরই একটি নির্ভরযোগ্য বিকল্প। তবে ৫ বছরের জন্য ৫ লাখ টাকা বিনিয়োগের ক্ষেত্রে প্রশ্ন ওঠে— দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) এফডি ভালো, নাকি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট? দু’ক্ষেত্রেই আপনার পুঁজি সুরক্ষিত থাকবে, কিন্তু রিটার্নের দিক থেকে কে এগিয়ে, তা জেনে নেওয়া জরুরি।

SBI-এর ৫ বছরের FD: কত লাভ হবে?

দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), এফডি-তে আকর্ষণীয় সুযোগ দেয়। বর্তমানে, SBI-তে ৫ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটে ৬.০৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়।

যদি আপনি ৫ লাখ টাকা SBI-তে ৫ বছরের জন্য জমা রাখেন, তবে মেয়াদ শেষে আপনি মোট ৬,৭৫,০৮৮ টাকা পাবেন। এখানে আপনার নিট মুনাফা হবে ১,৭৫,০৮৮ টাকা

পোস্ট অফিসের FD: সুরক্ষার সঙ্গে বেশি রিটার্ন?

পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট বিনিয়োগকারীদের মধ্যে খুবই জনপ্রিয়, কারণ এতে থাকে সম্পূর্ণ সরকারি গ্যারান্টি। এছাড়াও, অনেক ক্ষেত্রেই পোস্ট অফিসের সুদের হার ব্যাঙ্কের চেয়ে বেশি হয়।

৫ বছরের মেয়াদী পোস্ট অফিস এফডি-তে বর্তমান সুদের হার ৭.৫ শতাংশ। এর মানে হলো, ৫ লাখ টাকা বিনিয়োগ করলে ৫ বছর শেষে আপনার মোট প্রাপ্ত অর্থ দাঁড়াবে ৭,২৪,৯৭৪ টাকা। সেক্ষেত্রে আপনার নিট মুনাফা হবে ২,২৪,৯৭৪ টাকা

SBI বনাম পোস্ট অফিস: সেরা বাজি কোনটি?

তুলনা করলে স্পষ্ট বোঝা যায়, পোস্ট অফিসের এফডি-তে আপনি SBI-এর তুলনায় প্রায় ৪৯,৮৮৬ টাকা বেশি লাভ করতে পারবেন। অর্থাৎ, যদি আপনি আপনার বিনিয়োগ থেকে সর্বাধিক রিটার্ন চান, তবে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট এই ক্ষেত্রে অনেক বেশি লাভজনক বিকল্প হিসেবে প্রমাণিত হতে পারে।

FD কেন বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে?

দীর্ঘদিন ধরে FD বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে আসছে। এর প্রধান বৈশিষ্ট্য হলো সম্পূর্ণ নিরাপত্তা— টাকা হারানোর ভয় থাকে না এবং বাজারের অস্থিরতার চাপও এড়ানো যায়। সবচেয়ে বড় সুবিধা হলো, এফডি-তে রিটার্ন আগে থেকেই নির্দিষ্ট করা থাকে, ফলে একজন বিনিয়োগকারী আগে থেকেই জানেন মেয়াদ শেষে তিনি কত টাকা ফেরত পাবেন। এই কারণেই প্রবীণ, চাকরিজীবী এবং ছোট বিনিয়োগকারী সকলেই এফডি-কে প্রাধান্য দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *