১২ রাজ্যে ভোটার তালিকায় বড় বদল! আজ রাতেই ‘ফ্রিজ’ হচ্ছে তালিকা, কেন এত জরুরি এই প্রক্রিয়া? – এবেলা

এবেলা ডেস্কঃ

ন্যাশনাল ডেস্ক: ভোট কারচুপির অভিযোগ আর নয়! স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত নির্বাচনের লক্ষ্যে দেশজুড়ে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (Special Intensive Revision – SIR) প্রক্রিয়ার দ্বিতীয় পর্বের সূচনা করল নির্বাচন কমিশন। সোমবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞanesh কুমার। এই পর্বে মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা হালনাগাদ করা হবে, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও।

১৮ কোটির বেশি ভোটারের তালিকা শুদ্ধিকরণ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞনেশ কুমার জানান, এই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় নতুন নাম সংযোজন, ত্রুটি সংশোধন এবং মৃত বা দ্বৈতভাবে নথিভুক্ত নাম বাদ দেওয়ার কাজ করা হবে। তিনি বিহারের সাড়ে ৭ কোটি ভোটারকে ধন্যবাদ জানান, যাঁরা SIR-এর প্রথম পর্বে সক্রিয়ভাবে অংশ নিয়ে প্রক্রিয়াটিকে সফল করেছেন।

সিইসি আরও জানান, দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক করে SIR প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছে কমিশন। লক্ষ্য একটাই, ভোটার তালিকার গুণগত মান ও নির্ভুলতা নিশ্চিত করা।

কেন এত জরুরি SIR?

জ্ঞানেশ কুমার জোর দিয়ে বলেন, এই বিশেষ নিবিড় পুনর্বিবেচনা প্রক্রিয়াটি খুবই জরুরি। ১৯৫১ সাল থেকে ২০০৪ সালের মধ্যে দেশে মোট আটবার SIR হয়েছে। রাজনৈতিক দলগুলি ভোটার তালিকার মান নিয়ে প্রশ্ন তোলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে আসন্ন নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় থাকে।

সিইসি SIR-এর প্রয়োজনীয়তার কারণগুলি স্পষ্ট করে দেন:

  • দ্বৈত নাম বাদ: বারবার স্থান পরিবর্তনের ফলে অনেক ভোটার একাধিক জায়গায় নাম নথিভুক্ত করেন। SIR-এর মাধ্যমে এমন নাম চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হবে।
  • মৃত ভোটারের নাম: মৃত্যু হয়েছে এমন অনেক ভোটারের নাম এখনও তালিকা থেকে বাদ পড়েনি। SIR এই তালিকাটিকে হালনাগাদ করবে।
  • বিদেশি অনুপ্রবেশ: অনেক সময় বিদেশি নাগরিকদের নামও ভুলবশত ভোটার তালিকায় ঢুকে পড়ে। এই প্রক্রিয়া অবৈধ নামগুলি সরিয়ে তালিকা শুদ্ধ রাখতে সাহায্য করে।

পশ্চিমবঙ্গের সহ ১২টি রাজ্যে শুরু SIR

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞনেশ কুমার নিশ্চিত করেছেন যে, বিশেষ নিবিড় পুনর্বিবেচনার (SIR) দ্বিতীয় পর্ব দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তর প্রদেশ এবং আন্দামান ও নিকোবর, লক্ষদ্বীপ, পুদুচেরি।

তিনি ঘোষণা করেন, মঙ্গলবার থেকেই এই রাজ্যগুলিতে SIR প্রক্রিয়া শুরু হবে এবং ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশিত হবে। আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম এবং পুদুচেরি— এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। সিইসি আরও জানান, এই পুনর্বিবেচনা প্রক্রিয়া সম্পন্ন হওয়া রাজ্যগুলিতে আজ রাত থেকেই ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেওয়া হবে।

পরবর্তী পদক্ষেপ: এই SIR প্রক্রিয়ার সময়সূচি ও বিশদ নির্দেশিকা নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে, তা জানাতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *