SIR ঘোষণার আগেই বড় চমক, ৬৪ আমলার রদবদল কেন করল নবান্ন – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধনের (SIR) প্রাক্কালে রাজ্য প্রশাসনে বিশাল রদবদল ঘটাল নবান্ন। উৎসবের পর মোট ৬৪ জন আমলার বদলির নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। এই পদক্ষেপকে ভোটমুখী কৌশল হিসেবে দেখছেন অনেকে, কারণ SIR শুরু হলে বদলিতে নির্বাচন কমিশনের অনুমতির প্রয়োজন হয়। কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈনকে সরিয়ে বীরভূমে পাঠানো হয়েছে, নতুন দায়িত্ব পেলেন সুমিত গুপ্ত।