জোসে মোরিনহোর অভিযোগের ফল! তুরস্কে ৩৭১ জন রেফারি জুয়ায় যুক্ত – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
তুরস্কের ফুটবল সংস্থায় ভয়াবহ দুর্নীতি ফাঁস। কোচ জোসে মোরিনহোর নয় মাস আগের অভিযোগের তদন্তে জানা গেল, ৫৭১ জন পেশাদার রেফারির মধ্যে ৩৭১ জনই জুয়ার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। এদের মধ্যে ১৫২ জন নিয়মিত জুয়া খেলেন। রেফারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।