ঘাতক প্রেম! ইউপিএসসি পরীক্ষার্থীকে খুন করে দুর্ঘটনার নাটক, গ্রেফতার লিভ-ইন সঙ্গিনী ও প্রাক্তন প্রেমিক – এবেলা
October 27, 2025

এবেলা ডেস্কঃ
দিল্লিতে ইউপিএসসি পরীক্ষার্থী রামকেশ খুনে তিন সপ্তাহ পর অবশেষে পর্দাফাঁস করল পুলিশ। লিভ-ইন সঙ্গিনী অমৃতা চৌহান, তাঁর প্রাক্তন প্রেমিক সুমিত কাশ্যপ ও এক বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, অমৃতা ও সুমিত শ্বাসরোধ করে রামকেশকে খুন করেন। এরপর তেল, ঘি ও মদ ঢেলে আগুন ধরিয়ে ঘটনাটিকে এসি বিস্ফোরণ জনিত দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা হয়। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের ধরে পুলিশ।