সকালের মিঠে রোদেও সানস্ক্রিন লাগবে! ত্বক বিশেষজ্ঞের সতর্কবার্তা জানুন – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
শীতের নরম রোদে সানস্ক্রিন ব্যবহার করেন না অনেকে, যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। ত্বক বিশেষজ্ঞ ডাঃ কিরণ শেঠি জানিয়েছেন, মেঘলা দিনেও সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি প্রভাব ফেলে। এটি শুধু বিলাসিতা নয়, বরং ত্বকের অকালবার্ধক্য ও ক্যানসার ঝুঁকি কমাতে আজীবনের বিনিয়োগ। উচ্চ এসপিএফ নয়, ইউভিএ রশ্মি থেকে সুরক্ষা দিতে পিএ রেটিংযুক্ত সানস্ক্রিন ব্যবহার জরুরি।