এসআইআর আতঙ্কের মাঝেই শান্তনু ঠাকুরের নতুন টোপ, নাম বাদ গেলেও ‘সিএএ’ দিয়ে নাগরিকত্ব – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
ভোটার তালিকার ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর নিয়ে হিন্দু উদ্বাস্তু ও নমঃশূদ্র ভোটারদের মধ্যে বাড়ছে আতঙ্ক। এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। মতুয়া গড় ঠাকুরনগরে তিনি আশ্বাস দেন, এসআইআরে নাম বাদ গেলেও নাগরিকত্ব সংশোধন আইন (CAA)-এর মাধ্যমে নাগরিকত্ব মিলবে। এটি বিজেপির ভোটব্যাঙ্ক ধরে রাখার কৌশল বলে কটাক্ষ তৃণমূল ও সিপিএমের।