স্ত্রীর গোপন কথা! যে ৩টি বিষয় স্বামীর কাছ থেকে আড়াল করেন বেশিরভাগ নারী, জানলে চমকে যাবেন – এবেলা

এবেলা ডেস্কঃ
বিশ্বাস ও ভালোবাসার উপর ভিত্তি করে দাম্পত্য জীবন টিকে থাকলেও, কিছু ক্ষেত্রে নারীরা স্বামীর কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখতে স্বচ্ছন্দ বোধ করেন। বিভিন্ন মনোবিজ্ঞানীর মতে, এই প্রবণতা অনেক নারীর মধ্যেই দেখা যায়। সাধারণত শারীরিক অসুস্থতার কথা, অফিসের চাপ বা সমস্যার কথা এবং পারিবারিক সদস্যদের সম্পর্কে কিছু নির্দিষ্ট তথ্য তারা সহজে স্বামীর সঙ্গে ভাগ করে নেন না।
নারীরা মনে করেন, গুরুতর শারীরিক সমস্যার কথা জানালে স্বামীর দুশ্চিন্তা বাড়বে, তাই তারা তা চেপে যান। একইভাবে, অফিসে কী ঘটছে বা কত টাকা তারা নিজস্ব সঞ্চয় করছেন—এই ধরনের আর্থিক বিষয়ও আড়ালে রাখতে পছন্দ করেন বেশিরভাগ স্ত্রী। বিশেষজ্ঞেরা মনে করেন, সম্পর্কের বাঁধন মজবুত করতে স্বামীর উচিত স্ত্রীকে অভয় দেওয়া এবং তাঁর প্রতিটি কথাকে গুরুত্ব সহকারে শোনা, যাতে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই গোপনীয়তা দূর হয়।