প্রেমিকের জন্য অন্য প্রেমিককে নৃশংস খুন! যুবতীর ‘ডবল ডেটিং’-এর ফল, ঘটনা জেনে চমকে যাবেন – এবেলা

এবেলা ডেস্কঃ

আগ্রায় অটোচালক বিলাল হত্যাকাণ্ডে এক চাঞ্চল্যকর মোড় এসেছে। এই নৃশংস খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত ফরমানকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের সঙ্গে সংঘর্ষে ফরমানের পায়ে গুলি লাগে, এরপর তাকে এসএন মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।

তদন্তে সামনে এসেছে এক অবিশ্বাস্য তথ্য। ফরমানের প্রেমিকা ইশা-ই তার পূর্ব প্রেমিক ফরমানের সঙ্গে হাত মিলিয়ে অটোচালক বিলালকে খুন করিয়েছে। বিলাল তার প্রাক্তন প্রেমিক, অন্যদিকে ফরমান তার বর্তমান প্রেমিক।

কয়েকদিন আগে তাজগঞ্জ থানা এলাকার চৌপাটির কাছে বিলালের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জানা যায়, বিলাল পেশায় অটোচালক ছিল। এই খুনের কিনারা করতে ৪ থেকে ৫টি দল গঠন করা হয়। গভীর রাতে পুলিশ প্রধান অভিযুক্ত ফরমানকে এনকাউন্টারের পর গ্রেফতার করে। এই ঘটনায় জড়িত অন্য অভিযুক্ত আমিরকে অবশ্য পুলিশ আগেই গ্রেফতার করে জেলে পাঠিয়েছে।

বাবার বাড়ির ভাইয়ের সঙ্গেও সম্পর্ক ছিল বিলালের

পুলিশের জেরায় গ্রেফতার হওয়া আমির জানায় যে তার বন্ধু ফরমানের সঙ্গে তার পিসতুতো বোন ইশার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ইশার সম্পর্ক ফরমানের পাশাপাশি অটোচালক বিলালের সঙ্গেও ছিল।

ফরমান এই সম্পর্কের কথা জানতে পেরে ইশার সঙ্গে কথা বলে। ইশা তখন ফরমানকে জানায়, বিলাল তাকে বিরক্ত করছে এবং বিয়ের জন্য চাপ দিচ্ছে। এরপরই ইশা তার পূর্ব প্রেমিক ফরমানের সঙ্গে হাত মিলিয়ে বিলালকে খুনের ছক কষে। এই ষড়যন্ত্রে ফরমানের বন্ধু আমিরও তাদের সাহায্য করে।

ইশা বিলালের ফোন নম্বর, অটোর নম্বর এবং ছবি ফরমানকে দেয়। এরপর ফরমান ও আমির বিলালের সঙ্গে প্রথমে বন্ধুত্ব করে। গত ২০ জুন মদের পার্টির নাম করে বিলালকে ডেকে পাঠায়। সেখানে ফরমান, আমির ও বিলাল একসঙ্গে মদ্যপান করে। এরপর প্রথমে বিলালের মাথায় আঘাত করা হয়, তারপর তার হাতের শিরা কেটে দেওয়া হয় এবং শেষে গলা কেটে তারা পালিয়ে যায়।

পুলিশ এনকাউন্টারের পর প্রধান অভিযুক্ত ফরমানকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, দেশি পিস্তল, তিনটি জীবন্ত কার্তুজ ও একটি খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশ এখন এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা তৃতীয় অভিযুক্ত ইশার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *