হাজার হাত কালীর রহস্য! দেবীর হাত গুনতে গিয়ে মৃত্যু হয়েছিল ভক্তের – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
কলকাতার কাছে হাওড়ার শিবপুরে রয়েছে হাজার হাত কালীমন্দির, যেখানে দেবীর হাতের সংখ্যা গোনা যায় না বলে লোকবিশ্বাস। ১৮৮০ সালে তান্ত্রিক আশুতোষ মুখোপাধ্যায় স্বপ্নাদেশে এই অনন্য রূপ পান। সন্তানের মঙ্গল ও কর্মজীবনের উন্নতির জন্য এই জাগ্রত মন্দিরে দূর-দূরান্ত থেকে ভক্তরা আসেন। বলিদানের প্রথা নেই, তবে কালীপুজো ও বুদ্ধ পূর্ণিমায় বিশেষ উৎসব হয়।