এক কোটিরও বেশি ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা! তোলপাড় রাজ্য রাজনীতি – এবেলা
October 28, 2025

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ শুরু হওয়ার মুখে, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার জল্পনা তীব্র হয়েছে। যদিও নির্বাচন কমিশন এই বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য জানায়নি, তবে কমিশনের আধিকারিকদের একাংশের অনুমান, এই সংশোধনে প্রায় এক কোটির কাছাকাছি ভোটারের নাম বাদ যেতে পারে।
আধিকারিকদের যুক্তিমতে, ২০০২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মৃত এবং স্থানান্তরিত ভোটারের সংখ্যা কমপক্ষে ৭৫ লক্ষ। এর সঙ্গে গত ২৩ বছরে অবৈধ ভোটারদের সংখ্যা যুক্ত হলে, বাদ পড়া নামের মোট সংখ্যা কোটি ছাড়িয়ে যেতে পারে। যদিও এই সংখ্যাটি সম্পূর্ণ অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে, তবুও এই বিপুল পরিমাণ নাম বাদ পড়ার সম্ভাবনা রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি করেছে।